মধ্যরাতের কাব্য
একদা বন্ধু ওয়াহেদ সবুজ ‘মধ্যরাতের কাব্য’ নামে একটি কবিতা লিখে তার ফেইসবুক প্রোফাইলে পোস্ট করে। পরবর্তীতে আমার সম্পাদনায় প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল aynanews24.com এর সাহিত্য বিভাগের জন্য নিয়মিত ধারাবাহিকভাবে ‘মধ্যরাতের কাব্য’ লেকার জন্য আমি তাকে বিশেষভাবে অনুরোধ করি। আমি তখনও বুঝে উঠতে পারিনি কারো দ্বারা এমন অসাধ্য সাধন করা সম্ভব। একই নামে ৫০টির অধিক কবিতা কেবল আমাদের নিউজ পোর্টালেই প্রকাশিত হয়। তখন থেকেই আমাদের প্রত্যাশা ছিল কবিতাগুলো বই এর রূপ নিয়ে বাজারে আসবে। হ্যাঁ, আমাদের সপ্ন পূরণ হয়েছে। অমর একুশে বইমেলায় ‘ইতি প্রকাশন’ (৪৩৯-৪০ নং) এর স্টলে তার বইগুলো শোভা পাচ্ছে। ভাবতেই ভালো লাগছে ‘মধ্যরাতের কাব্য’ বইটির পেছনে আমারও কিঞ্চিৎ ভূমিকা রয়েছে। সবুজ একদিন যদি কবিতা না লিখত, আমি তাকে জ্বালিয়ে মারতাম- ‘বন্ধু কবিতা কই? লিখছ না কেন?’
কবিতাপ্রেমী সকলকে অনুরোধ করছি বইটি সংগ্রহ করার জন্য। কথা দিচ্ছি- বইটি হাতে নিয়ে আপনাকে হতাশ হতে হবে না। আর বন্ধু ওয়াহেদ সবুজকে ধন্যবাদ তার লেখা দিয়ে aynanews24.com এর সাহিত্য বিভাগ সমৃদ্ধ করার জন্য।